Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২০

এনার্জি স্টার রেটিং

আমাদের মোট উৎপাদিত বিদ্যুতের শতকরা প্রায় ৩০ ভাগই আবাসিক খাতে ব্যবহৃত হয়, তাও ইলেকট্রিক হোম এপ্লায়েন্সের মাধ্যমে। আবাসিক খাতে ইএফএন্ডসির উন্নয়ন করতে একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হচ্ছে জ্বালানি দক্ষতার লেবেলিং কর্মসূচী চালু করা। স্রেডা জাতীয় জ্বালানি দক্ষতার লেবেলিং কর্মসূচি চালু করতে যাচ্ছে। ইউএনডিপি-বিআরইএসএল প্রকল্পের আওতায় এই কর্মসূচির একটি কাঠামো নিচে উল্লেখ/প্রণয়ন করা হয়েছে:
* সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) জ্বালানি দক্ষতা মেজারমেন্ট টেস্টসমূহের মান নির্ধারণ (বিডিএস এর বিষয়সমূহ) ও পরিচালনার বিষয়ে মনোযোগী হবে। বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ড (বিএবি) ল্যাবরেটরি টেস্টের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে স্বীকৃতি পত্র প্রদানের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। স্রেডা কেন্দ্রীয় সংস্থা হওয়ায় বিএসটিআই এর সহযোগি সংগঠন হিসেবে কর্মসূচি সমন্বয় ও পরিচালনা করবে।
প্রস্ততকারক ও আমদানীকারকরাও এই কর্মসূচির প্রধান ভূমিকায় অবতীর্ণ। আশা করা যাচ্ছে, তারা স্বেচ্ছায় ও লেবেলিং বিধিসমূহ মেনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তাছাড়া, কারিগরি দক্ষতা ও বাজার অবস্থা সম্পর্কে অবগতি থাকায় কর্মসূচির উপাদানসমূহ যেমন জ্বালানি দক্ষতা মেজারমেন্ট মেথড ও স্টার রেটিং এর শর্তাবলী উন্নয়ন এবং/বা হালনাগাদ করার জন্য তারা ও স্টেকহোল্ডারগণের মিটিং-এ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।


ইই/ জ্বালানি দক্ষতা লেবেলিং কর্মসূচীর আশ্বাস:
প্রস্ততকারকগণ থার্ড পার্টি ল্যাবরেটরিজের জ্বালানি দক্ষতার টেস্ট পারফরমেন্স ও ইতিবাচক সুপারিশ সাপেক্ষে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লেবেল সার্টিফিকেট/প্রত্যয়ন ব্যবহার করতে পারবেন। এতে লেবেলিং কর্মসূচিতে বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।


ইই/ জ্বালানি দক্ষতা লেভেলিং কর্মসূচীর কাঠামো:
জ্বালানি দক্ষতার লেবেলিং কর্মসূচির কাঠামো হচ্ছে সকল সাধারণ যন্ত্রপাতি যেমন-সিএফএল, রেফ্রিজারেটর, এসি, টিভি, ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রনিক ব্যালাস্ট, ইনডাকশন মটর ইত্যাদি সম্পর্কিত এক গুচ্ছ সাধারণ নিয়ম/বিধি।এই বিধিসমূহ- বিডিএসসমূহ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস (বিডিএসএস)-কে/সংক্রান্ত প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারে যাতে এই মেজারমেন্ট সম্পূর্ণভাবে বিবৃত হয়। স্টার রেটিং ক্রাইটেরিয়া বিধিসমূহ সরাসরি প্রদর্শন করা হবে, এবং সেগুলো বিডিএসএস হিসেবে জারি করা হবে না, কেননা স্টার রেটিং এর শর্তাবলী অবশ্যই সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা করে করা হবে, তাছাড়া বিডিএসস মূলত: কারিগরি বিষয়ে বিধি প্রণয়ন করে।


বাধ্যতামূলক কর্মসূচী প্রয়োগের জন্য ল্যাবরেটরিসমূহের ক্যাপাসিটি বৃদ্ধিকরণ:
সকল পক্ষের মাধ্যমে কর্মসুচি বিস্তৃত করার লক্ষ্যে স্রেডা স্বেচ্ছাভিত্তিক জ্বালানি দক্ষতার লেভেলিং শুরু করবে যা পরবর্তীতে বাধ্যতামূলক হিসেবে গণ্য হবে । বাধ্যতামূলক কর্মসূচির ক্ষেত্রে সরকার অবশ্যই সকল প্রস্ততকারক ও আমদানীকারক যারা তাদের পণ্য বিষয়ে জ্বালানি দক্ষতার ডাটা পেতে ইচ্ছুক তাদের জন্য টেস্টিং সার্ভিস প্রদান করবে। কাজেই, বিএসটিআইসহ সরকারি টেস্টিং সংস্থাগুলোকে জরুরীভিত্তিতে জ্বালানি দক্ষতার টেস্ট প্রস্তত করতে হবে।